• আগস্ট ১৪, ২০২০
  • শীর্ষ খবর
  • 483
নগরী থেকে পাইপগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর বাগবাড়ি এলাকাস্থ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান ফটকের সামনে থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। তার কাছ থেকে জব্দ করা হয়েছে একটি পাইপগান।

আটক পারভেজ আহমেদ (২১) নগরীর কানিশাইলের মৃত মজিবুর রহমানের ছেলে।

র‌্যাব-৯ এর পক্ষ থেকে আজ শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, কমান্ডিং অফিসার লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইনসহ একটি দল অভিযান চালিয়ে পারভেজ আহমেদকে আটক করে। তার কাছ থেকে দেশীয় তৈরি পাইপগান জব্দ করা হয়।

এএসপি ওবাইন জানিয়েছেন, জব্দৃকত আলামতসহ পারভেজ আহমেদকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও করা হয়েছে।