• আগস্ট ২০, ২০২০
  • বিজ্ঞপ্তি
  • 920
মিজান চৌধুরীর ভাই খালেদ চৌধুরীর মৃত্যুতে ছাতক বিএনপির গভীর শোক প্রকাশ ও দোয়া করার আহবান

নিউজ ডেস্কঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিগত জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারাবাজার আসনের বিএনপি মনোনীত প্রার্থী, মিজানুর রহমান চৌধুরীর বড় ভাই খালেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ছাতক উপজেলা ও পৌর বিএনপি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ

শোক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, খালেদ চৌধুরীর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং শোক সন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার ক্ষমতা দেন।

আগামীকাল শুক্রবার বাদ জুমা ছাতক উপজেলা ও পৌর এলাকার সকল মসজিদে মসজিদে দলীয় নেতাকর্মীসহ সর্বস্থরের মানুষের প্রতি দোয়া করার আহবান জানান নেতৃবৃন্দ।

বিজ্ঞপ্তিতে ছাতক উপজেলা বিএনপি আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, ছাতক পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীর, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন মুহি দলের নেতা কর্মীসহ ছাতক উপজেলা ও পৌর এলাকার সর্বস্থরের মানুষের প্রতি এ আহবান জানান।