- সেপ্টেম্বর ১, ২০২০
- শীর্ষ খবর
- 484
নিউজ ডেস্কঃ ভুয়া অভিজ্ঞতার সনদ দিয়ে চাকরি নেওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্যবিদ্যা বিভাগের স্টোরকিপার ইসরাত জাহানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন।
তিনি জানান, ইশরাত জাহানের জমা দেওয়া অভিজ্ঞতার সনদ নকল প্রমাণিত হয়েছে। তাই গত রোববার (৩০ আগস্ট) স্থাপত্যবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কৌশিক সাহার কাছে ইসরাতের নিয়োগ বাতিলের জন্য চিঠি পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইশরাত ২০১৯ সালের ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সনদপত্র সংযুক্ত করে শাবিপ্রবির স্টোরকিপার পদে আবেদন করেন। পরে মনোনীত হয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের স্টোরকিপার পদে নিয়োগ পান। কিন্তু অভিজ্ঞতা সনদ হিসেবে ব্যবহার করেছেন মৌলভীবাজার পৌর মেয়রের স্বাক্ষর নকল করে বানানো জাল সনদ।