- সেপ্টেম্বর ৪, ২০২০
- শীর্ষ খবর
- 411

ওসমানীনগর প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেগমপুর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত নাঈম আহমদ উপজেলার চাতলপাড় মোকাম পাড়া গ্রামের সোলেমান মিয়ার পুত্র।
শুক্রবার ৪ সেপ্টেম্বর বিকাল ৫ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার বেগমপুর বাজার নামকস্থানে সিলেটগামী প্রাইভেট কার ঢাকা (মেট্রো গ- ১৩-৯৭০৭) বাইসাইকেল আরোহী নাঈম আহমদ (১৫)কে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি জব্ধ করা হয়েছে।