• অক্টোবর ১৮, ২০২০
  • শীর্ষ খবর
  • 402
ওসমানী ও শাবির ল্যাবে ২৭ জনের শনাক্ত

নিউজ ডেস্কঃ সিলেটে নতুন করে আরও ২৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে রোববার করোনা পরীক্ষার পর ২৭ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯।

জানা গেছে, শাবিপ্রবির ল্যাবে রোববার (১৮ অক্টোবর) সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ১৮ জন রোগী শনাক্ত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে রোববার ১৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ৯ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ১ জন এবং মৌলভীবাজার জেলার ৭ জন রয়েছেন।

এদিকে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে রোববার পরীক্ষায় ৯ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। এর মধ্যে ৮ জন সিলেটের এবং ১ জন সুনামগঞ্জের।