• ডিসেম্বর ১৮, ২০২০
  • লিড নিউস
  • 332
সিলেটে ৭ পৌরসভায় ধানের শীষের প্রার্থী চূড়ান্ত

নিউজ ডেস্কঃ দ্বিতীয় ধাপে যে ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সিলেটে বিভাগের রয়েছে ৭টি পৌরসভা। এই ৭টিসহ ৫৫টিতে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধানের শীষের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

সিলেট বিভাগের ৭ পৌরসভায় বিএনপির প্রার্থীরা হলেন- সুনামগঞ্জ জেলার সদরে মোর্শেদ আলম, ছাতকে রাশিদা বেগম, জগন্নাথপুরে মো. হারুনুজ্জামান ও মৌলভীবাজার জেলার কমলগঞ্জে মোহাম্মাদ আবুল হোসেন, কুলাউড়ায় কালাম উদ্দিন আহমেদ এবং হবিগঞ্জ জেলার মাধবপুরে হাবিবুর রহমান ও নবীগঞ্জে ছাবির আহমেদ চৌধুরী।

উল্লেখ্য, এবার চার ধাপে পৌরসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপের নির্বাচন ২৮ ডিসেম্বর। এ সময় ২৫টি পৌরসভার নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের তফসিল এখনো ঘোষণা হয়নি।