• ডিসেম্বর ১৯, ২০২০
  • লিড নিউস
  • 330
১২ ঘন্টা পর বিদ্যুৎ পেল সিলেটবাসী

নিউজ ডেস্কঃ সিলেট ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সাত ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হলেও প্রায় ১২ ঘন্টা পর বিদ্যুৎ পেল সিলেটবাসী।

শনিবার ১৯ ডিসেম্বর সকাল ৭ টা থেকে সন্ধ্যা সাড়ে পর্যন্ত এ কাজ চলে।

জানা যায়, সিলেট ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল থেকে সিলেট নগরীর সব এলাকাসহ সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার কিছু অংশে এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বিউবো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল।

সাত ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হলেও সন্ধ্যা সাড়ে ৭টায় বিদ্যুৎ আসে। এই সংস্কার কাজে দেরি হওয়ার প্রেক্ষিতে সিলেটবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন।