• এপ্রিল ১৮, ২০২০
  • হবিগঞ্জ
  • 752
বানিয়াচংয়ে মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির  সভা

বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব
ইউনিয়ন পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস বিস্তার রোধে মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের
সভাপতিত্বে ও ইউপি সদস্য রবি শংকর দাশের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, প্রত্যেক ইউপি সদস্যকে এলাকার অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পাওয়ার
অধিকতর যোগ্য ব্যক্তিকে বাছাই করতে হবে। পাশাপাশি এলাকায় এলাকায় যাতে করে যুব সমাজ দলবেঁধে আড্ডা দিতে না পারে সেদিকেও
জন সচেতনতা বৃদ্ধি করতে হবে। মনে রাখুন করোনা ভাইরাস এমন একটি জীবানু যেখানে ইতালী,চীন ও আমেরকিার মতো শক্তিশালী
রাষ্ট্রসমূহকেও হিমশিম খেতে হচ্ছে। সবাইকে যার যার অবস্থান থেকে সরকারের নির্দেশনাকে বাস্তবায়ন করতে হবে। সবাই চাই দ্রুত সময়ের
মধ্যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে। কিন্তু এ ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে এবং পাশাপাশি প্রতিবেশিদেরকেও সচেতন করে তুলতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য ইউনূস আলী, এস আই ফারুক মিয়া, আওয়ামীলীগ নেতা মো. আরফান উদ্দিন, ‘তরঙ্গ’ পত্রিকার সম্পাদক
শিব্বির আহমদ আরজু, শিক্ষক প্রতিনিধি সানাউল হক রুবেল, সাংবাদিক আব্দাল মিয়া, উপসহকারি কৃষি কর্মকর্তা প্রবীর চন্দ্র রায়, এনজিও কর্মকর্তা রেহানা আক্তার, ইউপি সদস্য মো. মহিবুর
রহমান মুজাহিদ, শাহেদ মিয়া, মাহমুদ আখঞ্জী, সুমন আখঞ্জী, তৈয়ব আলী, আব্দুল্লাহ প্রমুখ।

Comments are closed.