- জানুয়ারি ৭, ২০২১
- শীর্ষ খবর
- 449

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গ্যাসফিল্ড এলাকায় ট্রাক চাপায় লিজা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সে উপজেলার রতনপুর গ্রামের বাহার মিয়ার মেয়ে। এ সময় ক্ষুদ্ধ জনগণ প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ইকবাল হোসেন বলেন, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক ওই শিশুকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায়। পরে জনতার সহায়তায় ট্রাক ও ট্রাক চালকের সহকারীকে আটক করা হয়েছে।