- এপ্রিল ১৯, ২০২০
- লিড নিউস
- 989
নিউজ ডেস্কঃ এবার সিলেটের সদর উপজেলায় একজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে যাদের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়, সেখানে তার রিপোর্ট নেগেটিভ আসে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আক্রান্ত ব্যক্তির বাড়ী সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে। ৩৭ বছর বয়সের একজন পুরুষ লোক তিনি। আক্রান্ত ব্যক্তির শরীরে করোনাভাইরাসের কোন উপসর্গ ছিল না। তিনি স্ব ইচ্ছায় তার নমুনা পরীক্ষা করান। এতে আজ রবিবার পরীক্ষায় তার শরীরে ধরা পড়ে করোনাভাইরাস।