• মার্চ ২৩, ২০২১
  • শীর্ষ খবর
  • 320
শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন ট্রাক্টরচালক

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বিরামচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

নিহত ব্যক্তির নাম নুর ইসলাম (৪০)। তিনি শায়েস্তাগঞ্জ পৌর এলাকার চরনুর আহমদ গ্রামের বাসিন্দা।

দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি বহনকারী একটি ট্রাক্টরকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাক্টরচালক নুর ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি বহনকারী একটি ট্রাক্টরকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাক্টরচালক নুর ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনার পর প্রায় ৪০ মিনিট পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে থানা-পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।