- এপ্রিল ২১, ২০২০
- শীর্ষ খবর
- 678
জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুরে সারীঘাটে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর সংবাদ প্রকাশ করার জের জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি, সাংবাদিক রেজওয়ান করিম সাব্বিরের ওপর হামলা করেছে আবুল হাসিম নামের এক ব্যক্তি।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে জৈন্তাপুর স্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাংবাদিক রেজওয়ান করিম সাব্বিরের চিকিৎসার জন্য জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আহত সাংবাদিকের সাথে থাকা মো. হানিফ বলেন, মাগরিবের নামাজের আগে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে জৈন্তাপুরে সারীঘাটে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীর সংবাদ প্রকাশ করার জের ধরে আবুল হাসিম ও রেজওয়ান করিম সাব্বির এর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল হাসিম সাংবাদিক রেজওয়ান করিম সাব্বিরের উপর হামলা চালায়। তখন স্থানীয়রা এগিয়ে এলে তাদেরকে সরিয়ে দেয়। স্কুলের সামনে এলাকাবাসী তাদের সরিয়ে দিলেও আবুল হাসিম আবার স্টেশন বাজারে এসে ২য় দফায় সাংবাদিকের উপর হামরা চালায়। এতে করে তিনি মারাত্মকভাবে আহত হন।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, খবর পেয়েছি ,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় জৈন্তাপুর প্রেসক্লাব, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছেন।