• মে ২৪, ২০২১
  • শীর্ষ খবর
  • 279
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং হল পুনরায় চালুর দাবিতে সিলেটে মানববন্ধন

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে অতিদ্রুত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং হল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

কর্মসূচিতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌফিক চৌধুরী, মেহেদী হাসান, নীলোৎপল দে, তিলোত্তম তূর্য, আবদুল্লাহ আল মিজান, অসীম কুমার বৈষ্ণব প্রমুখ।

কর্মসূচিতে শিক্ষার্থীরা জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে গত বছরের মার্চ মাস থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এতে নিজেদের শিক্ষাজীবন নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। দেশের অন্য সবকিছু চালু থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ফলে এ দীর্ঘ বিরতিতে নিজেদের পড়াশোনা থেকে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছেন এবং হতাশায় ভুগছেন।

এদিকে একই দাবিতে ‘সিলেটের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আজ বেলা ১১টায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।