• জুন ৭, ২০২১
  • লিড নিউস
  • 281
ভূমিকম্পে রাজা জিসি স্কুল ভবনে ফাটল
  1. নিউজ ডেস্কঃ সিলেট নগরীর বন্দরবাজারস্থ প্রাচীন বিদ্যাপিট রাজা জিসি হাই স্কুলের নতুন একটি ভবনে ফাটল দেখা দিয়েছে। ওই ভবনের নাম ‘কামরান ভবন’।

আজ সোমবার সন্ধ্যায় সিলেট নগরীতে ৩.৮ মাত্রার ভূমিকম্পে এ ফাটল দেখা দিয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মুমিন।

তিনি জানান, ১৮৮৬ সালে রাজা জিসি হাই স্কুল স্থাপিত হয়। এ বিদ্যালয়ে ২০০৬ সালে একটি ভবন নির্মিত হয়। এসময় ওই ভবনের নিচ তলা পাকাকরণ হয়। আর ২০১৭ সালের দিকে দ্বিতীয় তলার কাজ সম্পন্ন হয়। আজকের ভূমিকম্পে ওই ভবনের প্রত্যেকটা রুমে ফাটল দেখা দিয়েছে। এমনকি রুমের ভীমেও দেখা দিয়েছে ফাটল।

বিদ্যালয় খোলার পূর্বে ভবন মেরামত করার দাবি জানান প্রধান শিক্ষক মো. মুমিন।