• এপ্রিল ২৩, ২০২০
  • শীর্ষ খবর
  • 679
আবারও সিলেট ছাড়লেন ব্রিটেনের আরও ১৫৬ নাগরিক

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের বৃদ্ধির ফলে আবারও দেশে আটকে পড়া যুক্তরাজ্যের আরও ১৫৬ নাগরিক সিলেট ছেড়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা সিলেট ছাড়েন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। তিনি জানান, যুক্তরাজ্যের ১৫৬ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। আজ সকালে উড়োজাহাজটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারের একটি ফ্লাইটে বিকালে তারা যুক্তরাজ্যে ফিরবেন।

এরআগে গত ২১ এপ্রিল প্রথম একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেটে থেকে আরো ১৫৬ জন যাত্রী যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হন।

আজকের পর যুক্তরাজ্যের নাগরিকদের নিয়ে তৃতীয় এবং চতুর্থ ফ্লাইটি যথাক্রমে ২৫ এবং ২৬ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে।

গত ২১ এপ্রিল যুক্তরাজ্যের নাগরিকদের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ার আগে যুক্তরাজ্যের নাগরিকদের দেশ ফেরা নিয়ে এক ভিডিও বার্তা দেন হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।