• জুন ১৭, ২০২১
  • শীর্ষ খবর
  • 387
গায়ে হলুদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে গায়েহলুদের দিনে সাউন্ডবক্সে বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বর মারা গেছেন। বিয়েবাড়িতে এখন আনন্দের বদলে চলছে শোকের মাতম।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে উপজেলার মনতলা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সজল মিয়া। তিনি মনতলা রেলওয়ে স্টেশন খোলা বাজারের ব্যবসায়ী বোরহানপুর গ্রামের কুদ্দুস ভান্ডারীর ছেলে।

বহরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, একই ইউনিয়নের সুন্দাদিল গ্রামের আছদ আলীর মেয়ের সঙ্গে সজলের শুক্রবার (১৮ জুন) বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের সব প্রস্তুতি শেষ। বৃহস্পতিবার গায়েহলুদের দিনে বাড়িতে আনন্দ-ফুর্তি চলছিল। বিয়ের গান উচ্চস্বরে বাজানোর জন্য আনা হয় সাউন্ড বক্স। বর নিজেই এতে বিদ্যুতিক লাইন দিতে যান। এসময় তিনি বিদ্যুতায়িত হন। পরে উদ্ধার করে স্বজনরা তাকে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। শুনেছি বিদ্যুৎ চলে গিয়েছিল। পরে তিনি সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুতায়িত হন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হতে পারে।