- জুলাই ২১, ২০২১
- মৌলভীবাজার
- 361
মৌলভীবাজার প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি মেনে শহরের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ পড়েছেন মোসল্লিরা।
ঈদের দিনেও মৌলভীবাজারে করোনায় আরও ৩ জন মৃত্যু বরণ করেছেন। জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে শনাক্ত হয়েছেন ১০৬ জন।
বুধবার (২১ জুলাই) দুপুরে সিভিল সার্জন ডা চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৬ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪৫৪১ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৩৮ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন আরও ৩ জন।
তিনি আরো জানান, নতুন শনাক্ত ১০৬ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ৪৮ জন, শ্রীমঙ্গলের ৭ জন, কুলাউড়ার ২০ জন, জুড়ীতে ৮ জন, কমলগঞ্জে ৬ জন ও রাজনগরে ১৭ জন। এ নিয়ে জেলায় ৪ হাজার ৫৪১ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এছাড়াও সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে, তাদের ২ মৌলভীবাজার সদর হাসপাতালের রোগী, অন্যজন জুড়ী উপজেলার। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৫০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৪ এবং সদর হাসপাতালের ২৯ জন রয়েছেন।