• এপ্রিল ২৫, ২০২০
  • শীর্ষ খবর
  • 635
করোনা: সিলেট শামসুদ্দিন হাসপাতালে হবিগঞ্জের অটোরিকশা চালকের মৃত্যু

নিউজ ডেস্কঃ করোনা উপসর্গ নিয়ে সিলেটে ড. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি হবিগঞ্জের সদরের নিজামপুর ইউনিয়নে।
মৃত ব্যক্তি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক ছিলেন
শনিবার (২৫ এপ্রিল) ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার লাশ হবিগঞ্জ থেকে অ্যাম্বুলেন্স এসে নিয়ে যাবে এবং সংক্রমণ বিধি অনুযায়ী তার দাফন সম্পন্ন হবে।

সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ওই ব্যক্তির শরীরে করোনার কিছু উপসর্গ ছিলো। তার শরীরে নমুণা সংগ্রহ করে ওসমানীর ল্যাবে পাঠানো হয়েছে। আগামীকাল (রবিবার) বলা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ফেরদৌস আহমেদ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসেন। এ সময় চিকিৎসকরা তাকে সিলেট শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শনিবার ভোররাতে তিনি মারা যান।