• আগস্ট ৩, ২০২১
  • শীর্ষ খবর
  • 494
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে প্রাইভেটকার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান মনির (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মনির হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় শাখাওয়াত হোসেনের পুত্র।

শায়েস্তাগঞ্জ থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি মোটর সাইকেল রতনপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মনিরুজ্জামান মনির নামে ওই ব্যক্তি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।