• আগস্ট ১৬, ২০২১
  • জাতীয়
  • 275
এবার দেশেই তৈরি হবে টিকা, যাবে বিদেশেও

নিউজ ডেস্কঃ দেশে সরকারিভাবে করোনাভাইরাসের টিকা তৈরির কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার বিকেলে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন (বিসিপিএস) মিলনায়তনে চীনের সঙ্গে টিকা উৎপাদনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আমাদের অনেক টিকার প্রয়োজন। চীনের সিনোফার্মের টিকা দেশে উৎপাদন হবে। একইসঙ্গে প্রধানমন্ত্রী দেশেই টিকা তৈরির নির্দেশনা দিয়েছেন। দেশের চাহিদা মিটিয়ে আমরা অন্যান্য দেশেও টিকা রফতানি করব।

তিনি বলেন, এক কোটি টিকা আমাদের হাতে আছে। ১৩ কোটি মানুষকে (৮০ শতাংশ) দুই ডোজ করে টিকা দিতে মোট ২৬ কোটি ডোজ টিকা প্রয়োজন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা নিজেরাই টিকা উৎপাদনের প্রস্তুতি নিচ্ছি।