- আগস্ট ১৬, ২০২১
- শীর্ষ খবর
- 280
নিউজ ডেস্কঃ ২২ দিন পর করোনামুক্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একইসঙ্গে তার শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) মুহিতের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সাবেক অর্থমন্ত্রীর মুখের ভেতরে ঘা থাকায় স্বাভাবিক খাবার খেতে সমস্যা হচ্ছে। তাকে পুষ্টিকর তরল জাতীয় খাবার বেশি বেশি দেওয়া হচ্ছে। ৮৭ বছর বয়সী মুহিতের বার্ধক্যজনিত নানা জটিলতা ও উচ্চ ডায়াবেটিক থাকায় শরীরও দুর্বল রয়েছে।
এর আগে ২১ জুলাই কোরবানির ঈদের পর ২৪ জুলাই তিনি কোভিড-১৯ পজিটিভ হন। আর গত ১৪ আগস্ট টেস্টে তার করোনা নেগেটিভ এসেছে বলে জানিয়েছে পারিবারিক সূত্র। দ্রুত সুস্থতার জন্য তিনি ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর সিএমএইচে ভর্তি রয়েছেন।
জানা গেছে, মুহিত তার চাহিদামতো পত্রিকা ও বই পড়ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মুহিতের ফুসফুসের সংক্রমণের হার কমেছে। আবদুল মুহিতের স্ত্রী ও ছেলেসহ পরিবারের অন্য সদস্যরাও করোনা নেগেটিভ হয়েছেন।