• সেপ্টেম্বর ১৩, ২০২১
  • শীর্ষ খবর
  • 273
সিলেটে কমেছে করোনায় মৃত্যু, বাড়ছে শনাক্ত

নিউজ ডেস্কঃ সিলেটে গত ২৪ ঘন্টায় করোনাআক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আগের চব্বিশ ঘন্টার চেয়ে কমেছে। সর্বশেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ১ জন। এ সময়ে নতুন রোগী শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন করোনা রোগী মারা গেছেন। তাকে নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৩০ জন।

এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১২ জনসহ সিলেট জেলায় মারা গেছেন ৯৩৯ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে ৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ২৪ জনসহ সিলেটে ৪২ জন, সুনামগঞ্জে ৩ জন, মৌলভীবাজারে ১০ জন ও হবিগঞ্জের ৮ জন শনাক্ত হন। ৯১৬ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৬.৮৮।

এর আগের চব্বিশ ঘন্টায় ৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। গত ৮ সেপ্টেম্বর ১১৭ জন, ৯ সেপ্টেম্বর ৭১ জন, ১০ সেপ্টেম্বর ৬৭ জন ও গত ১১ সেপ্টেম্বর ৫৩ জন করোনা রোগী শনাক্ত হন।

সবমিলিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা ৫৩ হাজার ৯৮৯ জন। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৪৭২৯ জনসহ সিলেট জেলায় শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩৩ হাজার ২৫৩ জন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৬২০০ জন, মৌলভীবাজারের ৭৯৬২ জন ও হবিগঞ্জের ৬৫৭৪ জন রয়েছেন।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন আরো ২০০ জন। বিভাগে সবমিলিয়ে সুস্থ হয়ে ওঠেছেন ৪৬ হাজার ৫৮১ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে ১৪৪ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।