• সেপ্টেম্বর ২০, ২০২১
  • লিড নিউস
  • 361
সিলেটে করোনায় আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬

নিউজ ডেস্কঃ সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৬ জন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এমন তথ্য জানিয়েছে।

তারা জানায়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় ১ জন করোনা রোগী মারা গেছেন। তাকে নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৪৪ জন।

এর মধ্যে ওসমানীতে ১১৪ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৫৩ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ১৩ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ২ জন, মৌলভীবাজারের ১৪ জন ও হবিগঞ্জের ৭ জন রয়েছেন।

৮৩৭ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৪.৩০ ভাগ।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ২৮৩ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৭৩ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৪০৮ জন। সুনামগঞ্জের ৬২২০ জন, মৌলভীবাজারের ৮০৪৯ জন ও হবিগঞ্জের ৬৬০৬ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩৩ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৬৪৫ জন।

এদিকে, করোনা রোগী কমতে থাকায় সিলেটের কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে চাপ কমে এসেছে। আজ সকাল পর্যন্ত ৯৪ জন করোনা রোগী হাসপাতালগুলোতে ভর্তি ছিলেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৫০ শয্যার করোনা ইউনিটে আজ ভর্তি আছেন ৯৪ জন। এর মধ্যে করোনা রোগী ২৮ জন। বাকি ৬৬ জনকে সন্দেহভাজন রোগী হিসেবে ওই ইউনিটে রাখা হয়েছে।