• ডিসেম্বর ৯, ২০২১
  • শীর্ষ খবর
  • 324
মাধবপুরে চেয়ারম্যান পদে বাবা-ছেলের মনোনয়নপত্র দাখিল

হবিগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে হবিগঞ্জের মাধবপুরে বাঘাসুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান সাহাব উদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রার্থী হয়েছেন তার বড় ছেলে গোলাম রাব্বনী রনি। দুইজন প্রার্থীই ভোটারদের নিকট ভোট প্রার্থনা করছেন। অনেকেই আবার বলছেন বাবার বিকল্প প্রার্থী হিসেবে ছেলেকে দাঁড় করানো হয়েছে।

সূত্রমতে, ৫ জানুয়ারি মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে গত মঙ্গলবার উপজেলা সমাজসেবা কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা আশরাফ আলীর কাছে বাঘাসুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাহাব উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেন।

একই দিন বিকেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ছেলে গোলাম রাব্বনী রনিও মনোনয়নপত্র দাখিল করেন। পিতা-পুত্র একই পদে মনোনয়ন দাখিল নিয়ে উপজেলার সর্বস্তরে চলছে আলোচনা-সমালোচনা। অনেক ভোটারই পড়েছেন বিপাকে। আবার কেউ কেউ বলছেন, পিতার বিকল্প হিসেবে প্রার্থী হয়েছেন বড় ছেলে। তবে প্রার্থিতা প্রত্যাহারের দিন পর্যান্ত অপেক্ষা করতে হবে।

স্থানীয় ভোটার রহিম মিয়া জানান, বর্তমান চেয়ারম্যান সাহাব উদ্দিন প্রায় সময়ই অসুস্থ থাকেন। হয়তো বা তার বিকল্প প্রার্থী হিসেবে ছেলে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা দুইজন নির্বাচন করলে আমরা বিপাকে পড়ে যাব।

রিটার্নিং কর্মকর্তা আশরাফ আলী জানান, চেয়ারম্যান পদে পিতা-পুত্র মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১২ ডিসেম্বর তাদের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে এবং ১৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন। পিতা-পুত্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না সেটি প্রত্যাহারের শেষ দিন পর্যান্ত অপেক্ষা করতে হবে।

বাঘাসুরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাহাব উদ্দিন জানান, প্রতিপক্ষরা আমাকে দেখে নেওয়ার জন্য বলে বেড়াচ্ছেন এজন্য পরিবারের সঙ্গে আলোচনা করেই ছেলেকে বিকল্প প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী করানো হয়েছে। তবে শেষ পর্যান্ত দেখা যাক কী হয়?