- ডিসেম্বর ১১, ২০২১
- বিজ্ঞপ্তি
- 494
নিউজ ডেস্কঃ কথা সাহিত্যিক ও কবি সুজন দেবনাথের সদ্য প্রকাশিত কবিতার বই হোমার-সাগরে হিমালয় এর আলোচনা সভা ও আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাতে সিলেটের পুর্ব জিন্দাবাজার বাতিঘরে চৈতন্য প্রকাশনীর উদ্যোগে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা ও আড্ডা অনুষ্ঠান।
চৈতন্য প্রকাশনীর প্রকাশক রাজীব চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভার প্রধান আলোচক হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি
বিভাগের, সহকারী অধ্যাপক, প্রনব কান্তি দেব ও মুহিবুর রহমান একাডেমীর ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ ইমদাদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, বাতিঘর কর্মকর্তা লিংকন দাস। লেখক ও পাঠকদের ভাব আদান প্রদান ও বইয়ের বিভিন্ন কবিতা নিয়ে বিস্তর আলোচানা করেন আলোচকগণ।
আলোচনায় অংশগ্রহন করেন, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সুনন্দা রায়, শিক্ষা অফিসার পুলিন রায়, জেলা শিশু একাডেমি কর্মকর্তা সাইদ রহমান, ইনোভেটর এর সংগঠক সুমন রায়, লিডিং ইউনিভার্সিটির প্রভাসক এনাম আহমেদ, লিডিং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সাইদ আহমেদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্য আসফাক আহমদ। আলোচনায় বই থেকে কবিতা আবৃতি করেন সিলেট বন্ধুসভার সভাপতি তামান্না ইসলাম ও ইমন আহমদ।