- ডিসেম্বর ১৮, ২০২১
- শীর্ষ খবর
- 445

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরে পুরাতন খোয়াই নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি জানান, সকালের দিকে জেলা শহরের পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ের সামনে ওই নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নামপরিচয় জানার চেষ্টা চলছে। মর্গের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।