- মে ৪, ২০২০
- হবিগঞ্জ
- 691
হবিগঞ্জ প্রতিনিধিঃ সীমিত পরিসরে হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা কার্যক্রম আজ সোমবার থেকে পুনরায় শুরু হয়েছে। এর আগে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হলে ২৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল গত ২৭ এপ্রিল ‘লকডাউন’ করেছিল স্থানীয় প্রশাসন। এর পর থেকে সেখানে যাবতীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ ছিল।
হবিগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমান, এক সপ্তাহ বন্ধ থাকার পর হবিগঞ্জ সদর হাসপাতালে সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া এক চিকিৎসক ও দুই নার্সের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় গত ২১ এপ্রিল লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একজন করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ২৫ এপ্রিল চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। দুই-এক দিনের মধ্যে এই দুই হাসপাতালে পুনরায় স্বাস্থ্যসেবা শুরু হবে।
৩ মে হবিগঞ্জের গুরুত্বপূর্ণ তিনটি হাসপাতাল বন্ধ থাকার বিষয়ে ‘তিন সরকারি হাসপাতাল বন্ধ, দুর্ভোগে মানুষ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।