• মার্চ ২২, ২০২২
  • শীর্ষ খবর
  • 231
সাংবাদিক মারুফকে অপহরণ চেষ্টা, গ্রেফতার ২

নিউজ ডেস্কঃ বেসরকারি টেলিভিশনে এনটিভির সিলেট অফিসের স্টাফ রিপোর্টার ও ইলেকট্রনিকি মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সাধারণ সম্পাদক মারুফ আহমদকে অপহরণের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় সোমবার রাতে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। সিসি টিভির ফুটেজ দেখে ওই দুই যুবককে অপহরণ চেষ্টাকারী হিসেবে সনাক্ত করা হয়েছে। অপহরণ চেষ্টার সাথে জড়িত আরো এক যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

শামিম ও রাজু নামের ওই দুই যুবককে সোমবার (২১ মার্চ) দিবাগত রাতে সুনামগঞ্জের ছাতক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি মো. আলী মাহমুদ।

এর আগে সোমবার রাত ৮টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার ব্ল-ওয়ার্টারের আন্ডারগ্রাউন্ডে মোটর সাইকেল রেখে অফিসে যাওয়ার সময় তিন যুবক মারুফকে অপহরণের চেষ্টা চালায়। এসময় মারুফের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা মারুফকে মারধর করে নগদ অর্থ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে ব্লু-ওয়াটার শপিং সিটির সিসি ক্যামেরা দেখে অপহরণ চেষ্টাকারীদের সনাক্ত করা হয়। এ ঘটনায় সোমবার রাতেই সাংবাদিক মারুফ বাদি হয়ে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।