• মার্চ ৩১, ২০২২
  • মৌলভীবাজার
  • 309
পাহাড়ি ছড়ায় পড়ে ছিল ব্যবসায়ীর লাশ

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় পাহাড়ি ছড়া থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়াপুঞ্জি-সংলগ্ন একটি ছড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই ব্যবসায়ীর নাম সিরাজ মিয়া (৩৫)। তিনি কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্রিউলি গ্রামের বাসিন্দা। সিরাজ মিয়া ওই ইউনিয়নের কয়েকটি খাসিয়াপুঞ্জি থেকে কলা কিনে আশপাশের বিভিন্ন হাটবাজারে বিক্রি করতেন।

পুলিশ জানায়, গতকাল সকালে কলা কেনার উদ্দেশ্যে সিরাজ মিয়া বাড়ি থেকে বের হন। তবে সারা দিন পার হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি। রাত আটটার দিকে স্থানীয় লোকজন ইছাছড়া খাসিয়াপুঞ্জির কাছের একটি পাহাড়ি ছড়ায় সিরাজের লাশ পড়ে থাকতে দেখেন। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত সিরাজের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।