• এপ্রিল ১৫, ২০২২
  • মৌলভীবাজার
  • 338
কমলগঞ্জে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধিঃ অবৈধভাবে বাংলাদেশে আসা এক ভারতীয় নাগরিককে ভারতে পার করার সময় বাংলাদেশি এক তরুণকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিজিবি সীমান্ত ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশি ওই তরুণের নাম মো. ফয়জুর। তিনি শরীফপুর ইউনিয়নের বাসিন্দা। শ্রীমঙ্গল ৪৬ নম্বর বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ফয়জুরের এক ভারতীয় আত্মীয় অবৈধভাবে বাংলাদেশে এসেছিলেন। গতকাল সন্ধ্যায় ইফতারের পর ফয়জুর তাঁর আত্মীয়য়কে নিয়ে সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করিয়ে দিচ্ছিলেন। এ সময় বিএএসফের সদস্যরা ভারতীয় নাগরিকের সঙ্গে ফয়জুরকেও ধরে নিয়ে যায়।

লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান বলেন, অবৈধভাবে ভারতীয় এলাকায় অনুপ্রবেশ করায় বাংলাদেশি ওই তরুণকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এ বিষয়ে আজ শুক্রবার বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করা হবে।