• মে ২, ২০২২
  • শীর্ষ খবর
  • 356
ঈদের জামাত কখন কোথায়

নিউজ ডেস্কঃ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহের দুয়ারে কড়া নাড়ছে খুশির দিন-পবিত্র ঈদুল ফিতর। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে মঙ্গলবার (৩ মে) সিলেটসহ সারা দেশে পালিত হবে ঈদ।

গত দুই বছর করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে পড়তে হয়েছিলো ঈদের নামাজ। খোলা ময়দানে বা ঈদগাহে মুসল্লিরা সমবেত হয়ে ঈদের জামাত হয়নি গত ৪ ঈদে। তবে এবার নেই করোনার দাপট। তাই বিধি-নিষেধহীন খুশির ঈদ পালন হবে সিলেটে।

তথ্যগুলো গত রবিবার (১ মে) সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, সিলেট নগরীতে প্রধান ঈদের জামাত কেন্দ্রীয় শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। সেখানে ইমামতি করবেন মুফতি রশিদুর রহমান ফারুক (বরুনার পীর)।

শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। সেখানে ঈমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমেদ।

সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। সেখানে ইমামতি করবেন বন্দরবাজার কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা শাহ আলম।

নগরীর কুদরত উল্লাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে মোট ৩টি। এর মধ্যে সকাল সাড়ে ৭টায় প্রথম, সাড়ে ৮টায় দ্বিতীয় ও সাড়ে ৯টায় তৃতীয়টি অনুষ্ঠিত হবে।

অপরদিকে, শাহপরাণ (রহ.) মাজার মসজিদে ঈদের দিন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জামাত।