• মে ৯, ২০২২
  • শীর্ষ খবর
  • 350
বিশ্বম্ভরপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে মোট আট হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার আইন অমান্য করায় সোমবার (৯ মে) দুপুরে এ জরিমানা করা হয়।

পলাশ বাজারে এ অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

অভিযানে মূল্য তালিকা না টানানোয় ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে ভাই ভাই রেস্টুরেন্টকে তিন হাজার, বদরুদ্দিন স্টোরকে তিন হাজার ও তিন ভাই স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে আইন অমান্য না করতে সতর্ক করা হয় তাদের।

সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, এটি আমাদের নিয়মিত অভিযান। আমরা ভোক্তাদের অধিকার রক্ষায় ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সুনামগঞ্জ জেলার সব স্থানে অভিযান পরিচালনা করে থাকি।