- মে ১১, ২০২২
- লিড নিউস
- 331
নিউজ ডেস্কঃ সিলেটে একটি প্রতিষ্ঠানের মালিকের বাসায় অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার ৬৯৯ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
নগরের কাজিটুলা এলাকার ‘কামাল ব্রাদার্স’নামের প্রতিষ্ঠানের মালিক কামাল আহমেদের বাসা থেকে বুধবার দুপুরে এ সয়াবিন তেল জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ তেল জব্দের বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করে রাখার খবর পেয়ে আমরা কামাল আহমেদের বাসায় অভিযানে যাই। কিছু অসাধু ব্যবসায়ী আগের দামে কেনা সয়াবিন তেল নতুন বাড়তি দামে বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন। এমন খবরে আমরা নগরজুড়ে অভিযান চালাচ্ছি। এখন লালদিঘীর পাড় এলাকায় অভিযানে যাচ্ছি।’
এর আগে মঙ্গলবার দিনভর নগরের কালিঘাট এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে কালিঘাটে মাহের ব্রাদার্স নামক দোকানের গুদামে মজুত করে রাখা ৫ টন সয়াবিন তেল উদ্ধার করা হয়।
এরপর অধিপ্তরের কর্মকর্তাদের সামনেই বিভিন্ন দোকানি ও সাধারণ মানুষের কাছে এগুলো আগের দামে বিক্রি করা হয়।
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আরও ৩৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয় গত ৫ মে। দাম বেড়ে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬০ টাকা থেকে বেড়ে ১৯৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা থেকে বেড়ে ১৮০ টাকা হয়েছে।
আর সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৮৫ টাকা। আগে এর দাম ছিল প্রায় ৭৬০ টাকা।