• জুন ১১, ২০২২
  • মৌলভীবাজার
  • 386
ক্ষতিগ্রস্ত তিন বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারে পারাবাত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় সোয়া চার ঘণ্টা পর সিলেট-ঢাকা রুটে রেল চলাচল শুরু হয়েছে। এর আগে আজ শনিবার বেলা পৌনে একটার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর এলাকায় ওই ট্রেনে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর বিকেল চারটার দিকে কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত তিনটি বগি কুলাউড়া নিয়ে যায়। পরে কুলাউড়ায় আটকাপড়া আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন পারাপারের মাধ্যমে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শমসেরনগর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন পাওয়ার কার থেকে পাশের দুটি এসি বগিতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ বিকেলে ঘটনাস্থল থেকে রেলওয়ে শ্রীমঙ্গলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী গণপূর্ত (রেল) ফিরোজ দোহার বলেন, ধারণা করা হচ্ছে, ট্রেনটি ভানুগাছ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসার পর পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়। পরে শমসেরনগর এলাকায় এলে পুরো পাওয়ার কার ধোঁয়ায় আচ্ছাদিত হয়। এ সময় ট্রেনটি থামানো হলে বগিসহ আরও দুটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা হারুন পাশা বলেন, আগুনের ঘটনার খবর পেয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, রেলওয়ে পুলিশ সুপারসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।