• জুন ২১, ২০২২
  • শীর্ষ খবর
  • 282
সুনামগঞ্জে ত্রাণ নিতে গিয়ে আহত একজনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে হেলিকপ্টার থেকে বিমানবাহিনীর দেয়া ত্রাণ নিতে গিয়ে আহত একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

সিলেটের রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকালে বিপ্লব মিয়ার মৃত্যু হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবির নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

৫০ বছর বয়সী বিপ্লবের ছোট ভাই আমিরুল ইসলাম জানান, সোমবার বিপ্লব মিয়া কাঁচা বাজার করার জন্য বাড়ি থেকে বের হন। ফেরার পথে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ত্রাণ দেয়া হচ্ছে শুনে বিপ্লবও সেখানে যান।

তার পিঠের ওপর ত্রাণসামগ্রীর ব্যাগ পড়লে গুরুতর আহত হন। তাকে ভর্তি করা হয় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ও সেখান থেকে রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

ইউএনও রায়হান বলেন, ‘বিমানবাহিনীর ত্রাণসামগ্রী বিতরণের সময় আহত ছয়জনের একজন মঙ্গলবার সকালে মারা গেছেন। বিপ্লব মিয়া পিঠ এবং ঘাড়ে মারাত্মক আঘাত পেয়েছিলেন।’