- জুন ২১, ২০২২
- শীর্ষ খবর
- 314

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের খোয়াই ও কুশিয়ারা নদ–নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে জেলার ছয়টি উপজেলার বন্যা পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। এদিকে খোয়াই নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় গতকাল সোমবার রাতে জেলা প্রশাসন মাইকিং করে শহরবাসীকে সতর্ক করে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বেলা একটার দিকে কুশিয়ারা নদীর পানি ১৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অন্যদিকে খোয়াই নদের পানি ৮ দশমিক ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ বলেন, দুই নদ–নদীর পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ জন্য হবিগঞ্জ শহরবাসীকে সতর্ক করতে গতকাল রাতে জেলা প্রশাসন মাইকিং করেছে।
আজ দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা সালেহা সুমী বলেন, আজও তাঁর উপজেলায় বন্যার পানি বেড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তাঁরা বন্যাকবলিত অসহায়দের খাদ্য সহায়তা দিচ্ছেন।
গত শনিবার হবিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে জেলার ভাটি উপজেলা আজমিরীগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ ও লাখাই উপজেলার ২৮টি ইউনিয়ন প্লাবিত হয়। পাশাপাশি হাওরের পানিতে হবিগঞ্জ সদরের একাংশ ও বাহুবল উপজেলার চারটি ইউনিয়নে বন্যা দেখা দেয়।