• জুন ২৯, ২০২২
  • শীর্ষ খবর
  • 301
সুনামগঞ্জে ঝড়ে নৌকাডুবে যুবকের নিহত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে ঝড়ের কবলে পড়ে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুন) দিবাগত গভীর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিপ্টু মজুমদার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার ফেনারবাক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চামারগাঁও গ্রামের বিধান মজুমদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আরো বেশ কয়েকজনের সঙ্গে জামালগঞ্জ থেকে নৌকাযোগে মাছ নিয়ে মোহনগঞ্জে যাচ্ছিলেন বিপ্টু মজুমদার। পথিমধ্যে পাগনার হাওরের কাশীপুর ও লক্ষ্মীপুর সংলগ্ন এলাকায় পৌঁছার পর ঝড়ের কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি। ঝড় আর হাওরের ঢেউয়ে সেটি ডুবে যায়।

নৌকায় ১৫-২০ জন সাঁতরে তীরে ওঠতে সক্ষম হন। কিন্তু পানিতে তলিয়ে মারা যান বিপ্টু মজুমদার। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় ফেনারবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার বলেন, নিহত বিপ্টু মজুমদারের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।