• জুলাই ১৩, ২০২২
  • লিড নিউস
  • 288
সিলেটে সেপ্টেম্বর পর্যন্ত ক্ষুদ্রঋণের কিস্তি আদায় স্থগিত

নিউজ ডেস্কঃ সিলেটে ভয়াবহ বন্যার ফলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্ষুদ্রঋণের কিস্তি আদায় স্থগিত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বন্যায় সিলেট জেলা ও সিটি করপোরেশন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় আক্রান্ত হয়েছেন অন্তত ৩০ লাখ মানুষ। এতে বন্যাদুর্গত এলাকার মানুষের জীবিকা নির্বাহ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই উপকারভোগীদের কাছ থেকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত কিস্তি আদায় করা যাবে না।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৭ জুন জেলা এনজিও কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার কার্যবিবরণীর ৯ নম্বর সিদ্ধান্ত মোতাবেক উপকারভোগীদের থেকে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঋণের কিস্তি আদায় না করতে সিদ্ধান্ত নেওয়া হয়।