• মে ১১, ২০২০
  • বিজ্ঞপ্তি
  • 621
লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের উদ‌্যোগে উপহার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্কঃ সিলেটে নিন্ম আয়ের অসহায় অর্ধশত পরিবারকে খাদ‌্য সামগ্রী উপহার দিয়েছে সিলেট লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের (৪০তম ব‌্যাচ) শিক্ষার্থীরা।

সোমবার বিকেল তিনটায় সিলেট শহরতলীর বাদাঘাট এলাকায় এসব খাদ‌্য সামগ্রী উপহার হিসেবে অর্ধশত পরিবারের সদস‌্যদের হাতে তোলে দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানান, বর্তমানে বিশ্বব্যাপী নোভেল করোনাভাইরাসের সংক্রমণ মহামারি আকার ধারণ করেছে। কোভিড-১৯-এর ভয়াল থাবায় অসহায় হয়ে পড়েছেন নিন্ম আয়ের লোকজন। এ জন‌্য সহযোগিতা করতে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির এল.এল.বি (সম্মান) ৪০ ব্যাচ (১ম সেমিস্টার) এর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসের কারনে অসহায় হয়ে পড়া মানুষের কাছে উপহার হিসেবে খাদ‌্য উপকরণ পৌঁছে দেওয়া হয় । এসময় শিক্ষার্থীদের মধ‌্যে উপস্থিত ছিলেন সাকিব আহমদ, দ্বিপায়ন দিপ্ত, সৌহাদ্য দত্ত ঐতিহ্য প্রমুখ।

উল্লেখ্য এই ব্যাচের শিক্ষার্থীরা করোনা সংক্রমণের পর থেকেই অনলাইনে এবং অফলাইনে বেশ কিছু সামাজিক সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে।