• জুলাই ৩১, ২০২২
  • শীর্ষ খবর
  • 325
সিলেটে করোনায় বৃদ্ধার মৃত্যু

নিউজ ডেস্কঃ সিলেটে গত দুদিন ধরে টানা মৃত্যু ঘটছে প্রাণঘাতি করোনাভাইরাসে। এবার কেড়ে নিয়েছে এক বৃদ্ধার প্রাণ। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন।

৮০ বছর বয়েসি ওই নারী শনিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আর.এম.ও) মো. মিজানুর রহমান।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে- বিভাগে শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার (৩১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ১২ ও মৌলভীবাজারে ২ জন। এছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিলেটে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৭ হাজার ৪৬৭ এবং করোনামুক্ত হয়েছেন ৬৫ হাজার ৭০৬ জন।

আর এ পর্যন্ত বিভাগে করোনা কেড়ে নিয়েছে মোট ১ হাজার ২৪৫ জনের প্রাণ। এর মধ্যে সিলেট জেলায় ৯২৬, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৭২ জন। এছাড়া সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ১২৩ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।