নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল (র.) এর মাজারের ৭০৫তম ওরশে যোগ দিতে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে দুর দুরান্ত থেকে ভক্ত অনুরাগীরা এসে জড়ো হয়েছেন সিলেটে। ওরস উপলক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে দলে দলে এসে মাজারে গিলাফ দিচ্ছেন। ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগানে মুখরিত পুরো মাজার এলাকা। হযরত শাহজালাল (র.) এর মাজারের ৭০৫তম ওরশ আজ মঙ্গলবার সকালে ঐতিহাসিক […]
গিলাফ ছড়ানোর মাধ্যমে শাহজালাল র. মাজারে ওরশ শুরু
