মৌলভীবাজার প্রতিনিধিঃ দরিদ্র পরিবার জন্মেছিল প্রীতি ওরাং। সেজন্য শৈশব থেকেই দেখেছে সংসারের অভাব-অনটন। চা শ্রমিক মা-বাবা নিরুপায় হয়ে নিরাপদ জীবনের আশায় মাত্র ১৩ বছর বয়সেই গৃহকর্মী হিসেবে প্রীতিকে পাঠিয়ে দেন ঢাকায়। কিন্তু সেই আশাই কাল হলো। নিরাপদ জীবন নিয়ে আর মায়ের বুকে ফেরা হলো না প্রীতির। ফিরেছে তার নিথর দেহ। ঢাকার মোহাম্মদপুরে ইংরেজি দৈনিক ডেইলি […]
‘নিরাপদ জীবনের আশায় পাঠিয়ে ফেরত পেলাম লাশ’
