নিউজ ডেস্কঃ ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে ঢাকায় পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার সেই বিয়োগান্তক ঘটনার স্মরণে শ্রুতি সিলেট প্রতিবারের মত বুদ্ধিজীবী শহিদ মিনারে আয়োজন করেছে ‘আঁধার ভেঙ্গে আসুক আলো’ শিরোনামে অনুষ্ঠানের। ২৫ মার্চ ২৪ সোমবার রাত ৮ টা ৩১ মিনিটে অনুষ্ঠানের শুরু হবে। আয়োজন মালায় থাকবে স্বাধীনতার কবিতা পাঠ ও গান। এতে সকলের […]
সিলেটে সোমবার শ্রুতির ‘আধাঁর ভেঙে আসুক আলো’
