নিউজ ডেস্ক: আগ্নেয়াস্ত্রসহ সিলেট মহানগরের হোটেল অনুরাগের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে মহানগরের ধোপাদিঘীর উত্তরপাড়স্থ হোটেল অনুরাগ (আবাসিক)-এর ৪র্থ তলার একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক কর্মচারীর নাম শাওন ইসলাম পাবেল (১৯)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মতিনের ছেলে। পাবেল হোটেল অনুরাগের কর্মচারী। সিলেট […]
আ গ্নে য়া স্ত্রসহ হোটেল অনুরাগের কর্মচারী আ ট ক
