নিউজ ডেস্কঃ কাঠের বাক্সের ওপর একটি কাপড় পাতা। এর ওপর কয়েকটি গোলাকার দরজার হাতল ও তালা রাখা। সঙ্গে কয়েক রকমের চাবি। ওই বাক্স সামনে নিয়ে আনমনা হয়ে বসে ছিলেন আহমদ আলী (৫০)। তিনি একজন তালা-চাবির মিস্ত্রি। অন্যের ঘরের হারিয়ে যাওয়া তালার চাবি বানান তিনি। আবার নষ্ট হয়ে যাওয়া তালা সারাই কিংবা আলমারির তালা খুলে দেন। […]
নিজের আয়ের তালা খুলছে না আহমদ আলীর
