নিউজ ডেস্কঃ অনুমোদনহীন থেকেও ‘অবৈধভাবে’ সিলেট নগর ও জেলার বিভিন্ন উপজেলাগুলোতে ৩৯টি ক্লিনিক ও ডায়গানস্টিক সেন্টার ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে নগরীতে ১৬টি এবং উপজেলাগুলোতে রয়েছে ২৩টি। নগর এলাকায় ১৬টির মধ্যে ৪টি হাসপাতাল-ক্লিনিক এবং ১২টি ডায়গানস্টিক সেন্টার। উপজেলাগুলোর ২৩টিই অনুমোদহীন ডায়গানস্টিক সেন্টার রয়েছে। কোনো ধরণের নিবন্ধন ছাড়াই এসব প্রতিষ্ঠান এতদিন কার্যক্রম চালিয়ে আসছিল। সিভিল সার্জন […]
সিলেটে ‘অবৈধ’ ৩৯ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার!
