নিউজ ডেস্কঃ নভেম্বর মাস। সিলেট থেকে ভারতের মেঘালয় রাজ্যের শিলং যাত্রাপথের ডাউকির ঝুলন্ত সেতুর মুখে আটকা পড়ল গাড়ি। ঝুলন্ত সেতুর এপার-ওপারে দীর্ঘ যানজট। এপারের যানবাহন ওপারে যেতেই গাড়ির দীর্ঘ লাইন ডাউকি বাজার পর্যন্ত গড়ায়। যানজটের কারণ, ঝুলন্ত সেতুর এক প্রান্তে ভূমিধস। পান-দোকানি এক খাসিয়া নারীর সঙ্গে কথা হয়। আধো বাংলা-হিন্দিতে চলছিল কথাবার্তা। শেষ কথাটিই কানে […]
ভূমিকম্প ফল্ট: ‘ডাউকি জিন্দা হ্যায়!’
