নিউজ ডেস্কঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এলাকায় অবস্থিত রাংপানি পর্যটন স্পটেও পাথর লুটের কবলে পড়েছে। কয়েক মাস ধরে রাজনৈতিক ও চিহ্নিত কিছু গোষ্ঠী নদী ও পাহাড় থেকে পাথর কেটে লুটপাট চালাচ্ছে। এর ফলে পর্যটন এলাকার ট্রেডমার্ক পাথরগুলো এখন অনেকটাই শেষ হয়ে গেছে। স্থানীয়রা অভিযোগ করেন, ‘দিন নেই রাত নেই, রাংপানির পাথর কেটে নৌকায় তোলা হচ্ছে। […]
এবার রাংপানি পর্যটন স্পটেও পাথর লুট চলছে
