নিউজ ডেস্কঃ সিলেট সদর উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক টমেটো চাষি অভিযোগ করেছেন, কুশিয়ারা বীজঘর ‘রাজা’ জাতের টমেটোর বীজের নামে ইপক জাতের বীজ সরবরাহ করেছে। এতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। চাষিরা জানান, কুশিয়ারা বীজঘরের কর্তৃপক্ষ ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তা দেয়নি। কৃষি অফিস তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছে। তবে কুশিয়ারা বীজঘর কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে […]
সিলেটে টমেটোর বীজে প্রতারণার অভিযোগ
