নিউজ ডেস্কঃ সিলেটে সুরমা নদীর আকস্মিক ভাঙনে ঝুঁকিতে পড়েছে সিলেটে সরকারি মালিকানাধীন যমুনা অয়েল ডিপো। ডিপোর লাগোয়া প্রায় দেড়শ’ ফুট জায়গা ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সিলেট সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের খোজারখলায় সুরমা নদীর তীরে অবস্থিত রাষ্ট্রীয় মালিকানাধীন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সিলেট ডিপো। ডিপোতে ডিজেল, পেট্রল, অকটেন ও এসকেও’র মোট ৯টি ট্যাংক […]
সুরমার ভাঙনে ঝুঁকিতে সিলেটে যমুনা অয়েল ডিপো
